রাজশাহী প্রতিনিধিঃ
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে জেলার এক পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। সোমবার দুপুরে ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের আভিযানিক টিম সারিয়াকান্দি থানাধীন আন্দর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন আন্দর বাড়ি এলাকার মৃত তসছিন আকন্দের ছেলে শাহাদুল আকন্দ (৪৫)।
মোঃ শাহাদুল আকন্দ (৪৫), স্থানীয় বাসিন্দা। অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান। অভিযানের সময় স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুহূর্তের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করেন।
ভ্রাম্যমান আদালত শাহাদুল আকন্দকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলার আলামত ধ্বংস করা হয়েছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান বলেন,“মাদক প্রতিরোধ আমাদের অঙ্গীকার। স্থানীয়ভাবে যে কেউ আইন ভঙ্গ করবে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান জানান,“মাদকমুক্ত সমাজ গঠনের জন্য এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। আমরা চাই, জনগণ সচেতন হোক এবং অপরাধের সুযোগ হ্রাস পাক।