
মিঠাপুকুর প্রতিনিধিঃ
মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিসের গ্রাহক সেবার মান যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো হয়েছে। এখানকার সেবা নিয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। নানামুখী উদ্যোগ ও ভালো কর্মকান্ডের জন্য সহকারী ভূমি কর্মকর্তা নুরুজ্জামানের প্রশংসা এখন এলাকার সবার মুখে মুখে।
জানা গেছে, বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিসে ২০২৪ সালের ৩ জানুয়ারীতে যোগদান করেন তহশীলদার মোঃ নুরুজ্জামান। যোগদানের পর থেকে তিনি ভূমি অফিস ঢেলে সাজানো শুরু করেন ও তার অফিসকে দালালমুক্ত করেন। অনিয়ম-দুর্নীতি পরিহার করে তিনি প্রতিনিয়ত গণ মানুষের সেবা করে চলছেন। ২০২৫-২৬ ইং অর্থ বছরে মাত্র ৬ মাসেই ৯১% ভূমি উন্নয়ন কর আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছেন। যা নজিরবিহীন দৃষ্টান্ত। গত এক মাসে এসিল্যান্ডের সহায়তায় সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বালু মহাল এলাকায় অভিযানে ৫ জনের অধিক ব্যাক্তিকে জেল দেন। আজাহার নামে একজনের একটি বালুর ট্রাক্টর আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। যমুনেশ্বরী নদীর শিবপুর ব্রীজের কাছে বালু উত্তোলনের সময় মজনু মিয়া ও তার সহযোগীকে আটক করা হয়। ময়েনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাটি কাটা বন্ধে নিয়মিত টহল দেন ভূমি কর্মকর্তা নুরুজ্জামান,সেই সাথে সেইসব এলাকাতেও ভ্রামমান আদালতের সহযোগিতায় জেল জরিমানার কাজ পরিচালনা করে আসছেন। বুজরুক সন্তোষপুর গ্রামের মফিজুল ইসলাম, হামিদপুর গ্রামের আবু হাসান আলী,ময়েনপুরের শাহাদত হোসেন,মোঘল কোর্টের শাহজাহান আলী সহ অনেকেই বলেন, আগের সবাই কমবেশি অনিয়ম দুর্নীতি করে এ অফিস থেকে চলে গেছেন। মানুষকে হয়রানিও করেছেন। কিন্তু,নুরুজ্জামান সাহেব এখানে আসার পর থেকেই উক্ত ভূমি অফিসের দুই ইউনিয়নের মানুষদের জায়গা জমির খারিজ ও খাজনাদীর সব অনিয়ম দুর হয়েছে। তিনি প্রতিনিয়ত সেবা প্রত্যাশী মানুষদের সেবা দিচ্ছেন ঠিকমতো। আগের যেকোনে সময়ের চেয়ে এখানের গ্রাহক সেবার মান অনেক অনেক ভালো। বর্তমান তহশিলদার এসে নতুন অফিস ভবন করিয়ে নিয়েছেন,সেই সাথে তার অফিসকেও করেছেন দালালমুক্ত। তাছাড়াও গ্রাহক হয়রানী রোধে অফিস বাউন্ডারি সংলগ্ন এখানে সরকার অনুমোদিত একটি ভূমি সেবা কেন্দ্রও আছে,সেখানে শরিফুল ইসলাম নামের একজন উদ্যোগতা নিয়মিত ভূমি সেবা দিয়ে চলছেন। সব মিলে আমরা তার সার্বিক সেবায় খুবই খুশি খুবেই সন্তুষ্ট । বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বলেন, চাকুরি জীবনে কোনো অনিয়ম-দুর্নীতি ও মানুষকে হয়রানি না করার জন্য পারিবারিক ভাবে শপথ নিয়ে এখানে নতুন চাকুরীতে যোগদান করেছিলাম,সেই শপথের মান সারাজীবনে বজায় রেখে সেবা প্রত্যাশীদের সেবা করে যাবো। সবার সহযোগিতা পেলে এভাবেই চাকরি জীবনটাতে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চাই।’ তিনি আরও বলেন,’অনেক মানুষ অনৈতিক সুবিধা নেওয়ার জন্য নানা ভাবে নানান পরিচয়ে আমার অফিসে আসেন। কিন্তু, এই সব সুবিধা দিতে রাজী না হওয়ায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে এই সেই অভিযোগ করেন। কুচক্রী মহল যতো ষড়যন্ত্রই করুক। আমি আমার সিদ্ধান্তে অটল আছি।কাউকে কোনোভাবেই সরকারি অনৈতিক সুবিধা পাইয়ে দিবো না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার নুরুজ্জামানের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তিনি নিষ্ঠার সাথে সরকারি কাজ করেন। কাজে কোনো রকম গাফিলতি করেন না।