
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার আওতাধীন জীবন নগর উপজেলার অন্তর্গত জীবননগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫০) একদল সেনা সদস্য তার নিজ ফার্মেসি ঔষধের দোকান থেকে তুলে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ এবি রেজিমেন্ট টিটিসি আমি ক্যাম্প সদস্য গতকাল সোমবার ১২ই জানুয়ারি দিবাগত রাতে চুয়াডাঙ্গা জীবন নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসা কর্মকর্তা মৃত্যু বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় সেনা হেফাজতে নেয়। শামসুজ্জামান ডাবলুকে। ওই রাতেই সেনা সদস্য তাকে হসপিটালে নিয়ে যায় পরে এলাকায় ছড়িয়ে পড়ে শামসুজ্জামান ডাবলু মারা গেছে। শামসুজ্জামান ডাবলু দুই সন্তানের জনক। হাসপাতাল সূত্রে জানা গেছে, শামসুজ্জামান ডাবলুর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।