প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৬:৪৮ এ.এম
মাদারীপুরের শিবচরে ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
ষ্টাফ রিপোর্টার থেকেঃ
মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা পাল বাড়ীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭০ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুর ও শিবচর কার্যালয়ের যৌথ টাস্কফোর্সের একটি টিম। গতকাল সোমবার অভিযানে গ্রেফতার করা হয় উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা পাল বাড়ীর সমীর পালের পুত্র আকাশ পাল আটককৃত আসামীর বিরুদ্ধে শিবচর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম ও শিবচর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তারা বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আসামীকে মাদারীপুর আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি শিবচর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত