1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

হঠাৎ সতর্কবার্তা দিলেন মিজানুর রহমান আজহারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জরুরি সতর্কবার্তা দিয়েছেন আলোচিত ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

পোস্টে ড. আজহারি বলেন, সম্প্রতি একটি কুচক্রী প্রতারকচক্র তাঁর ছবি, ভিডিও এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভয়েস ক্লোন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারণা চালাচ্ছে। এসব কনটেন্ট ব্যবহার করে ভুয়া পণ্য, তথাকথিত চিকিৎসা সেবা এবং বিশেষ করে ওষুধজাত পণ্যের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, এআই প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকা অনেক শুভাকাঙ্ক্ষী এসব কনটেন্ট দেখে আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। এতে শুধু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান তিনি।

ড. আজহারি আরও বলেন, ভুয়া পণ্য ও সেবার বিষয়ে প্রতিনিয়ত হাসানাহ ফাউন্ডেশনের অফিশিয়াল নম্বরে ফোন আসছে, যা ফাউন্ডেশনের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছে। তিনি স্পষ্ট করে জানান, এসব প্রচারণার সঙ্গে তাঁর বা হাসানাহ ফাউন্ডেশনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, তাঁর পরিচয় ব্যবহার করে কোনো পণ্য বিক্রি বা প্রচারের চেষ্টা করা হলে তা সম্পূর্ণ ভুয়া ও অনৈতিক। ইতোমধ্যে প্রতারক মিডিয়া ও পেজগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে।

ড. আজহারি সতর্ক করে বলেন, দ্রুত এসব ভুয়া কনটেন্ট সরিয়ে না নেওয়া হলে দেশ বা দেশের বাইরে যেখান থেকেই প্রতারণা চালানো হোক না কেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা এমন পদক্ষেপ নিতে চাই না, কিন্তু জনস্বার্থ ও ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে এটি এখন অনিবার্য হয়ে উঠেছে। এটি প্রতারকচক্রের প্রতি আমাদের চূড়ান্ত সতর্কবার্তা।

পোস্টের শেষ অংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যারা এ ধরনের গর্হিত কাজে জড়িত, তারা যেন অনতিবিলম্বে এসব অপকর্ম থেকে সরে আসে। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, কোনো বিজ্ঞাপন বা প্রচারণা দেখে বিভ্রান্ত হওয়ার আগে অবশ্যই তাঁর অফিশিয়াল ও যাচাইকৃত সূত্র থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট