বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার তিনজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- কাজী সালমান রহমান, রানা মোঃ সোহেল ও মিরাজ হোসেন। তারা সবাই ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য।
নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে আসীন থাকা সত্ত্বেও সংগঠনের কাজে অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশনা প্রদান করেন।
নোটিশটি পাঠানো হয়েছে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে।