
বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন মাদকসেবককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল এর নির্দেশে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন (৪০), পিতা মো. আব্দুল বারিক, শরৎনগর বাজার; মো. শফিকুল ইসলাম (৩৬), পিতা ফরিদ হোসেন, দক্ষিণ মেন্দা মোল্লাপাড়া এবং মো. আজিম প্রাং (৫৭), পিতা প্রয়াত আজিজল প্রাং, ভদ্রপাড়া—তাঁরা সবাই ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা ‘খ’ সার্কেলের উপপরিদর্শক মোহাম্মদ শের আলমসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত থেকে আদালতকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।