স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজেনা গ্রামের তোতা মিয়ার ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (সোনু) ম্যাদক ব্যাবসাহীত এর কান্ড। সূত্রে জানা যায় গত ২০/১/২৬ ইং তারিখে একই গ্রামের মৃত খদে নেওয়াজ এর ছেলে মোঃ হুমাউন মিয়া সোনু মিয়ার ৪০ হাজার টাকা পায় এর মধ্যে ২০ হাজার টাকা ফেরত দেয় সোনু মিয়া আর বাদ বাকি টাকা পরে দিবে বলে আশাস্ত প্রধান করেন।ফেরতের টাকা অনেক দিন পর টাকা চাইতে গেলে উভয় মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি কিলা খিলি ঘটনা ঘটে।এর জেরে ধরে পাওনা ব্যাক্তির চাচা নয় বালি কে বাজারে দোকানে হামলা ও মারধর করে,সোনু ও তার লোকজন।এই নিয়ে পুরো গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে এই ঘটনার নিয়ন্ত্রণ করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে আসে। এরপর ও সোনু তার লোকজন নিয়ে পরিকল্পিত হামলা করে। এসময় গ্রামের মাতব্বর মোঃ মতিউর রহমান গুরুত্ব আহত হয়। আহত ব্যক্তি কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে আহত রুগী মাতা ও দাঁতে চিকিৎসা করছে কর্মরত ডাঃ। তাছাড়া হুমাউন এর বসত ঘরের হামলা করে।এই নিয়ে পুরো এলাকায় আলোচনা ও সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসী কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে সোনু মিয়া তার প্রভাব বিস্তার করে মাদ্যাক ব্যাবসা করে আয় আয় হিস হিস চালিয়ে যাচ্ছে।কেউ যদি প্রতিবাদ করে। তার উপর নেমে আসে বিভিন্ন ধরনের মামলা ও নির্যাতন স্পিকার হতে হয়।তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর পদক্ষেপ কামনা করছে। আহত ভোক্তভোগী পরিবারবর্গ লোকজন। যারা তারা হলেনঃ মোঃ নয় বালী, মোঃ শাহিন মিয়া, মোঃ রহিছ উদ্দিন, মোঃ রতন মিয়া , মোঃ সুজন মিয়া, মোঃ মানিক মিয়া, মোঃ আজিজুল হক, মোঃ জামিন মিয়া মোঃ মস্তু মিয়া ,হাবি মিয়া, মোঃ রফিক, সুমন মিয়া,সঠিক মিয়া,মিলন মিয়া, মোছাঃ নাজমা আক্তার, মোছাঃ সাহেরা আক্তার, মোছাঃ হিয়া মনি, মোছাঃ জাকি আক্তার , মনজিলা, মোছাঃ কাকলি আক্তার,ময়িরম আক্তার নাজমা আক্তার সহ আরো অনেকেই ,এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা... চলবে