1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে রুমিন ফারহানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে নেতিবাচক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর পৃথক তিনটি আবেদনের মাধ্যমে এ অভিযোগ করেন।অভিযুক্তরা হলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং একই উপজেলার যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ।

লিখিত অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ৪ জানুয়ারি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে হাবিবুর রহমান বলেন, “রুমিন ফারহানা টিস্যু পেপার হয়ে গেছে। টিস্যু পেপারের কোনো কাজে লাগে না।”
এছাড়াও গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে আরেকটি মিলাদ মাহফিলে তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

একই মাহফিলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ মন্তব্য করেন, “রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই।”—যা তাকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ম অনুযায়ী বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট