
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে গোশালা রোড, স্টেশন রোড পুর্ব, থানা রোড ব্যবসায়ীদের সাথে লালমনিরহাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮. ৩০মিনিটে শহরের গোশালা রোড উত্তরণ সুপার মার্কেটের ৩য় তলায়, সম্মিলিত ব্যবসায়ী সমিতি গোশালা রোড,লালমনিরহাটের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক,সাবেক উপমন্ত্রী, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
গোশালা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতি,লালমনিরহাটের সভাপতি মোকছেদুর রহমানের সভাপতিত্বে,
লালমনিরহাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় এ সময়ে সাবেক কাউন্সিলর আব্দুস সালাম,বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোফরান মিয়া,জেলা জুয়েলার্স সমিতির সভাপতি দুলাল চন্দ্র কর্মকার,লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ কাওছার প্রমূখ ব্যবসায়ীবৃন্দ ও সাধারন ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।