1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিপিএলের ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেলেন

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। শুক্রবার ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। জমজমাট এই ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো দেশের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের আরেকটি সফল আসর।

পুরো টুর্নামেন্টজুড়ে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও আলো ছড়িয়েছেন অনেক ক্রিকেটার। ফাইনাল শেষে সেরা পারফরমারদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার।

প্রাইজমানি ও দলীয় পুরস্কার

এবারের বিপিএলে মোট প্রাইজমানির পরিমাণ ছিল প্রায় ৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার-আপ চট্টগ্রাম রয়্যালসের প্রাপ্তি ১ কোটি ৭৫ লাখ টাকা।

ব্যক্তিগত পুরস্কার

ফাইনাল ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিদ তামিম। এই পারফরম্যান্সের জন্য তিনি পেয়েছেন ৫ লাখ টাকার পুরস্কার।

পুরো আসরে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক ছিলেন পারভেজ হোসেন ইমন। সেরা ব্যাটার হিসেবে তার হাতে উঠেছে ৫ লাখ টাকার চেক।

বোলিং বিভাগে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন শরিফুল ইসলাম। তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার এবং একই সঙ্গে সর্বোচ্চ উইকেটশিকারি। এর পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন এই বাঁহাতি পেসার। তিনটি ক্যাটাগরি মিলিয়ে শরিফুলের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে ১৫ লাখ টাকা।

ফিল্ডিং ও উদীয়মান খেলোয়াড়

ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক লিটন দাস। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।

এছাড়া উদীয়মান পেসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন রিপন মণ্ডল। এই ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে তার প্রাপ্তি ৩ লাখ টাকা।

সব মিলিয়ে, দ্বাদশ বিপিএল শুধু উত্তেজনাপূর্ণ ম্যাচ নয়, বরং নতুন ও প্রতিষ্ঠিত ক্রিকেটারদের পারফরম্যান্সে স্মরণীয় হয়ে থাকল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট