
ঢাকা: দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে সাতজন ঢাকা সিটির, বাকিরা ঢাকার বাইরের।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১০ জন। এরমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পয়েছেন ৪১১ জন। মারা গেছেন একজন।
এর আগে, গত বছর (২০২৫) সারাদেশে ডেঙ্গু মোট আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।