
ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম এবং শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং শীতার্ত নারী-পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মালিক সামস উদ্দিন মুহাম্মদ মঈনসহ ঘাটাইল এরিয়া ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে এ কর্মসূচির আওতায় ২৫০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। পাশাপাশি পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বড় সহায়তা হয়ে এসেছে।