1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

না ফেরার দেশে চলে গেলেন রংপুরের হাড়িভাঙ্গা আমের উদ্ভোবক আব্দুস সালাম সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ
আজ ১৮ জানুয়ারি ২০২৬ রোববার বিকেল ৩টায় না ফেরার দেশে চলে গেলেন, রংপুরের হাড়িভাঙ্গা আমের উদ্ভোবক আলহাজ্ব আব্দুস সালাম সরকার(৯০)।(ইন্না লিল্লাহি-রাজিউন)।
তিনি বার্ধক্য জনিত কারনে মৃতবরণ করেন। তাঁর নামাজে জানাজা ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার সকাল ১১টায় মিঠাপুকুর উপজেলার আখিরাহাট বারঘরিয়া গ্রামে নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে নাতী নাতনী সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রূপসী গ্রাম উন্নয়ন সংস্থা (রূগ্রাউস)এর আজীবন দাতা সদস্য ছিলেন।
মরহুম আব্দুস সালাম সরকারের মৃত্যুতে যারা শোক পাঠিয়েছেন তারা হলেন, মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, রূগ্রাউস আজীবন দাতা প্রফেসর ড.আকমল হোসেন, রূগ্রাউস আজীবন দাতা ও রচিম হাসপাতালের সহযোগী অধ্যাপক জহুরুল হক, রূগ্রাউস আজীবন দাতা ও রাজউক পরিচালক হামিদুল ইসলাম, রূগ্রাউস আজীবন দাতা ও লিলি কেমিক্যাল কোম্পানী ঢাকা এর স্বত্ত্বাধিকারী এ কে এম সেলিম,রূগ্রাউস আজীবন দাতা ও ঢাকা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাজী ফরিদ আহমেদ, রূগ্রাউস আজীবন দাতা ও মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম রব্বানী রূগ্রাউস সভাপতি ডাঃ আইয়ুব আলী, সহ সভাপতি প্রভাষক আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক এ প্রতিবেদক আব্দুল হালিম। তাঁরা আল্লাহর দরবারে মরহুমের বেহেস্থবাসীর জন্য প্রার্থনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট