1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় এবং সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যৌথভাবে জেলার একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের প্রবেশ ও বহির্গমন পথ, দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, সিসিটিভি ক্যামেরা ও পর্যবেক্ষণ ব্যবস্থাসহ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমরা জেলার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখছি। প্রয়োজনে আরও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি ভোটকেন্দ্রের শৃঙ্খলা, ভোটারদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটারদের আস্থা অর্জনে প্রশাসন বদ্ধপরিকর এবং যে কোনো অভিযোগ বা সমস্যার দ্রুত সমাধানে হটলাইন ও কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।
প্রশাসনের এই যৌথ পরিদর্শনের ফলে জেলার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। সাধারণ ভোটারদের মধ্যেও এতে আস্থা ও স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট